RSS

Multi Messenger

Dictionary.com/Word of the Day/subterfuge

Islamic Hijri Calendar - Glass Orb

... আকুলতা....



... আকুলতা....


সদ্য ফোটা ফুলটি
সময়ের আবর্তনে
মিয়ে যায় কোন এক মুহূর্তে।
গ্রীষ্মের দুপুর সূর্যের প্রখরতা
নিশাকালের তমসাচ্ছন্নতায়
পরাজিত।
কালবোসেখী ঝড়ে
ঘনকাল আকাশে
বিদ্যুত চমক,পলকে হারিয়ে যায়
দিগন্তে ।
হাজার বছর জমাট বাঁধা
হিমালয়ের শুভ্রতুষার
যেন পাষাণের কান্না হয়ে
প্রতিনিয়ত বিলীন হয়
সমুদ্র অতলে।
ধেয়ে আসা পাহাড়সম ঊর্মিমালা
বেলাভূমিতে আঁচড়ে পড়ে
হারিয়ে যায় তার
তান্ডবতা।
কিন্তু
শেষ হয়না, তোমাকে
নিবিড় আবেশে অবারিত
উষ্ণ আলিঙ্গনের আকুলতা।
০ টি মন্তব্য
0 comments

Posted in

.... ফিরে দেখা



.... ফিরে দেখা

 

তোমার মোহিনী রূপের আবেশে মুগ্ধ 
মনোজগতে অহর্নিশ ঝঞ্ঝাবাত চলছে......
কালের ঘন্টা বয়ে চলছে নিরবধি।
দিনের ক্লান্ত দেহ রাতের কোলে
মাথা রেখে যখন নিদ্রা বিভোর।
মনের কোন এক সুদূর দিগন্তে
তোমার প্রতিচ্ছবি আনাগোনা করছে।
প্রভাতের সূর্যালোক আড়মোড়া দিয়ে 
পূর্বাকাশে উঁকি মেরে জানিয়ে দিল
আর একটি দিন মাহাকালের গহ্বরে
বিলীন হতে চলছে......

আজও 
তোমার মোহিনী ছায়া 
জীবনের অমূল্য মূহুর্তগোলো 
দহন করা থেকে নিবৃত্ত নয়।
আর কত কাল...?
১৪ টি মন্তব্য
arafinমোঃ শামসুল আরেফিন২৮ ডিসেম্বর ২০১১, ১৩:০৯
সুন্দর লাগলো।

প্রভাতের সূর্যালোক আড়মোড়া দিয়ে
পূর্বাকাশে উঁকি মেরে জানিয়ে দিল
আর একটি দিন মাহাকালের গহ্বরে
বিলীন হতে চলছে......
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৮ ডিসেম্বর ২০১১, ১৫:০৫
ভাল লাগার জন্য আরেফিন ভাই কে ধন্যবাদ।
Shohiduzzamanপাপলু বাঙ্গালী২৮ ডিসেম্বর ২০১১, ১৫:১১
আজও
তোমার মোহিনী ছায়া
জীবনের অমূল্য মূহুর্তগোলো
দহন করা থেকে নিবৃত্ত নয়।
আর কত কাল...?


চমৎকার লিখেছেন। ভাল লাগলো।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৮ ডিসেম্বর ২০১১, ১৫:২৬
ভাল লাগার জন্য অসংখ্য ধন্যবাদ বাংগালী ভাইকে।
dhighi০০১দীঘি২৮ ডিসেম্বর ২০১১, ১৫:১৪
মোহনিয়তা ছেয়ে থাকুক চিরকাল।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৮ ডিসেম্বর ২০১১, ১৫:৪১
শোভেচ্ছা রইলো আপনার জন্য দীঘি ।শেয়ার করার জন্য ধন্যবাদ।
jannatiজান্নাতী২৮ ডিসেম্বর ২০১১, ১৫:১৬
প্রভাতের সূর্যালোক আড়মোড়া দিয়ে
পূর্বাকাশে উঁকি মেরে জানিয়ে দিল
আর একটি দিন মাহাকালের গহ্বরে
বিলীন হতে চলছে......


চমৎকার!!
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৮ ডিসেম্বর ২০১১, ১৫:৩৭
একগোচ্ছ প্রীতি
আপনাকে
জান্নাতী
শেয়ার করার জন্য শোভেচ্ছা ।
nitibakkoনীতিবাক্য২৮ ডিসেম্বর ২০১১, ১৫:৩৭
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৮ ডিসেম্বর ২০১১, ১৫:৪০
শোভেচ্ছা নীতিবাক্য ভাইকে।
anila08অনিলা জামান২৯ ডিসেম্বর ২০১১, ০২:৫৩
আর কত কাল?

ভাল লাগল খুব।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৯ ডিসেম্বর ২০১১, ০৮:৫৬
ভাল লাগল জেনে খুব খুশি হলাম প্রিয় অ জা। প্রেরণা যোগাবার জন্য অনেক অনেক কৃতজ্ঞ। ভাল থাকার একান্ত কামনা চাতকী।
nilefoolমো: নাদিম হোসেন২৯ ডিসেম্বর ২০১১, ১৩:১৬
কবির প্রতি শুভেচ্ছা রইল
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৯ ডিসেম্বর ২০১১, ১৫:২৯
নীলফুল ভাইকে অনেক অনেক শোভেচ্ছা।
0 comments

Posted in

Powered by Blogger.